1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

আমরা ব্রিটিশ পুলিশ নই, জনগণের পুলিশ: ডিএমপি কমিশনার

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো.সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স এ ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

মো.সাজ্জাত আলী বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই। আমরা জনগণের পুলিশ। তাই যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

এসময় তিনি প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট