ইরান সোমবার এক ব্যক্তির প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দুই বছর আগে একজন আইনজীবীকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, একজন আইনজীবীর হত্যাকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে স্থানীয় সময় সোমবার সকালে এ সাজা দেওয়া হয়।
সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বয়স ২০ বছর। তিনি স্বীকার করেছিলেন, ওই আইনজীবীকে হত্যার জন্য একটি গ্যাং তাকে ভাড়া করেছিল। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি।