সিরাজগঞ্জের তাড়াশের ১নং তালম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের গুল্টা হাইস্কুল মাঠে সম্মেলন তালম ইউনিয়ন ইসলামি আন্দোলনে আহব্বায়ক মাওঃমোঃ যুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন, সিরাজগঞ্জ জেলা ইসলামি আন্দোলনের সহ সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার ইসলামি আন্দোলনের সভাপতি হাঃ মাওঃ আল মামুন, তাড়াশ উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আবু উবায়দা, তাড়াশ উপজেলার ইসলামি আন্দোলনে সহ সভাপতি হাঃ জাকারিয়া হুসাইন , রায়গঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ মোখলেছুর রহমান,বারুহাস ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মাওঃ রফিকুল ইসলাম নকী,সহ সভাপতি মুফতি মোহাররম, সাধারণ সম্পাদক মাওঃ আল আমিন প্রমূখ।
পরে সম্মেলনে মাওঃ যুবায়ের আহমেদকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম,আলহাজ্ব আল মাহমুদ,আলহাজ্ব ময়েজ আলীকে সহ-সভাপতি, মাওঃ জাকারিয়া হুসাইন সবুজকে সেক্রেটারি,হাঃ মাওঃ ওলিউল্লাহ বর্ষণকে সহ সেক্রেটারি ও মাওঃ রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং মাসুদুর রহমানকে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করে ২বছরের জন্য ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।