কণ্ঠশিল্পী কনকচাঁপার ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছে কাজিপুর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে দিকে কণ্ঠশিল্পী কনকচাঁপার কর্মী-সমর্থকদের উপর কে বা কারা হামলা চালিয়েছে বিষয়টা আমাদের অজানা। হামলার সময়ে আমি ঢাকায় অবস্থান করছিলাম। অথচ এই হামলা আমার নির্দেশে হয়েছে বলে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে এমপি পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। আমি নিজেও একজন ক্যান্ডিডেট। আমার সাথে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসম্পর্ক কনক চাপার সহ্য হচ্ছেনা। তাই আমার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে কনক চাঁপা। সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনক চাঁপা যে আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনে তার কোন ঠিকানা বা বসতবাড়ি খুজে পাওয়া যায়নি। ৫ আগষ্টের পর থেকে বিএনপি নামধারী কনক চাঁপা টাকার বিনিময়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।