সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলমপুর গ্ৰামের মোঃ হাকিম আলীর মোঃ খোকন মিয়া আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল এগারোটায় পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া তার নিজস্ব বাড়িতে কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।
খোকন মিয়া বলেন, ‘আমি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গেও যোগাযোগ হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের পদ-পদবি থেকে আমার ব্যক্তিগত সমস্যার কারণে
স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কোনো ভয়-ভীতি ছাড়াই পদত্যাগ করেছি।
এ বিষয়ে কাজিপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জিএম তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।