সিরাজগঞ্জের কাজিপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী শিখা স্মৃতি মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, এটি একটি অত্যান্ত দুঃখ জনক ঘটনা, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি সাথে প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত দাবী জানাই।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নায়েবে আমির শাহিনুর আলম, উপজেলা আমির অধ্যাপক জাহিদুল ইসলাম, সেক্রেটারি আরমান হোসেন, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ হাসান মুনসুর মিলন প্রমুখ।