1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

কাজিপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আজিজুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্রামের বেশ কিছু লোকজনের নামে উত্তরা ব্যাংক শুভগাছা শাখা থেকে ঋণ উত্তোলন করে মেঘাই গ্রামের মৃত মতিয়ারের দুই ছেলে দালাল চক্র শরিফুল ইসলাম এবং সোহেল রানা। পরে সেই ঋনের টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায় তারা। এদিকে উত্তরা ব্যাংক থেকে ঋণের টাকার জন্য চাপ দিতে থাকে ভুক্তভোগী সদস্যদের।
অবশেষে তারা কোন কুলকিনারা খুঁজে না পেয়ে দালাল শরিফুল ইসলাম ও সোহেল রানার ছোট ভাই রুবেলকে বিষয়টি অবগত করলে ঘরোয়া বৈঠকের মাধ্যমে নির্ধারিত একটি সময়ের মধ্যে দালাল শরিফুল ইসলাম ও সোহেলকে হাজির করে ঋনের বিষয়টি মিমাংসা করবে মর্মে লিখিত ডকুমেন্টস দেন রুবেল। কিন্তুু নির্ধারিত সময়ের মধ্যে তার দুই ভাইকে হাজির না করে উল্টো  ভুক্তভোগী ৭’জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে হয়রানী মূলক ছিনতাই ও চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করে রুবেল। ভুক্তভোগীদের একদিকে ব্যাংক ঋনের চাপ অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। এখন তারা ব্যাংক ঋন এবং মিথ্যা মামলার আসামি হয়ে দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী অসচ্ছল পরিবার গুলো।
অভিযোগের বিষয়ে রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাই ভুক্তভোগীরা উর্ধতন কতৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঋনের টাকা সহ মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট