1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

কুড়ালিয়ায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই, হেরোইনসহ আটক ৩

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামে বিকাশ ব্যবসায়ির নিকট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বারমিচ চাকু, ৫৫ পিচ ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে লাদিম ওরফে সোহাগ, আলকাস এর ছেলে হুসাইন ও ইদ্রিস আলীর ছেলে রিপন বাবু ওনফে ডিপজল।

ওসি বলেন, গত শুক্রবার রাতে (৩ জানুয়ারি) সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ি আব্দুল্লাহ আল মাসুম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি চিলগাছা লিটনের মুরগীর খামারের সামনে পৌছলে কয়েকজন ছিনতাইকারি তার পথরোধ করে। এসময় যুবকরা বিকাশ ব্যবসায়ির গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরো জানান, বিকাশ ব্যবসায়ী এবিষয়ে থানায় অভিযোগ দাখিল করলে রোববার রাতে কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বারমিচ চাকু, ৫৫ পিচ ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আমাদের এই অভিযান প্রক্রিয়া চলমান আছে এবং এদের সাথে যারা জড়িত আছে তাদের সনাক্তকরণ সহ আরো যেসব জিনিস খোয়া গেছে তার সেসব উদ্ধারের চেষ্টায় আমাদের অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট