কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কে এস ডব্লিউ এ ডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো ইমন মিয়াকে সভাপতি ও ও দর্শন বিভাগের শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুনকে ল, সহ সভাপতি শামদুদ্দোহা শাওন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, প্রচার সম্পাদক সানজিদা সুলতানা, দপ্তর সম্পাদক শামসুদ্দোহা শাকিল, সদস্য - হাসিব সোহেল,আব্দুল ওহাব ও তৌহিদ হোসাইন তুষার নির্বাচিত হয়েছেন।
সভাপতি ইমন বলেন, কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি) উত্তরের সীমান্তঘেষা জনপদ 'কুড়িগ্রাম' থেকে ঢাকায় পড়তে আসা সহস্র শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার প্লাটফর্ম।
অসহায় ও মেধাবীদের বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর্থিক সহায়তা, সহ-শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দূর্যোগে কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানোসহ ধারাবাহিক অসংখ্য কাজ করে আসছে কেএসডব্লিউএডি। খুব শক্ত করে বললে কুড়িগ্রামের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সংগঠনটির পুরোনো ও বর্তমান সদস্যদের ভূমিকা সর্বাগ্রে।
এই সংগঠন কে শিক্ষার্থীবান্ধব করতে যা যা করনীয়, সংগঠনের সদস্যদের মতামত ও সহযোগিতার মাধ্যমে তা আমরা বাস্তবায়ন করবো। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সাধারন সম্পাদক আল আমিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কুড়িগ্রামের শিক্ষার্থীদের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে মেধা বৃত্তি প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতা আমাদের মূল লক্ষ্য। অগ্রজ ও অনুজদের মেলবন্ধনের পাশাপাশি কুড়িগ্রামের ভবিষ্যৎ প্রজন্মের মেধাভিত্তিক চর্চা বাড়াতে আমরা বদ্ধ পরিকর। আগামীতেও কেএসডব্লিউএডি অতীতের ন্যায় শিক্ষার্থীদের মেধা বিকাশের মধ্যে দিয়ে কুড়িগ্রাম জেলার আর্থ সামাজিক উন্নয়ন ও যুব সমাজের নৈতিক উন্নতিতে নেতৃত্ব প্রদান করবে বলে আশা করি।