কোনো দলকে ক্ষমতায় বসাতে কিংবা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এক দোয়া মাহফিল ও স্মরণসভায় এ দাবি করেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং আহত ও নিহতদের স্মরণে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
ভিপি নুর বলেন, দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে। কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি। ১৫-২০ দিনে মেসি-রোনালদো হওয়া যায় না। কতিপয় ছাত্র নেতার দ্বারা এতো প্রভাবিত হলে সরকারের ছয় মাস টেকা মুশকিল হয়ে যাবে। আমরা চাই না- এই সরকার ব্যর্থ হোক। এই সরকার ব্যর্থ হলে দেশ আরেকটা সংকট ও বিপর্যয়ের মধ্যে পড়বে। সরকারকে বলবো, রাষ্ট্র সংস্কার ও সরকারের স্থিতিশীলতার জন্য আন্দোলনকারী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করুন।