জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘খুনি হাসিনা ভারতে বসে নির্লজ্জের মতো বক্তব্য দেন। সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মতো বিচার চান। তার বিচার হবে ফাঁসির মঞ্চে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা আজকেই শহীদ পরিবারের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। আগামীকাল শুক্রবার শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এই অভ্যুত্থানের সামনের সারির নেতারা। পরে আগামী রবিবার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
সেখানে শহীদ পরিবারের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, শহীদ পরিবারদের সহায়তা যত দ্রুত করা যেত, তত দ্রুত তা হচ্ছে না। শহীদ পরিবারের সদস্যদের এখনো যদি বসতে হয় তাহলে এটি জাতির জন্য লজ্জার।
সারজিস বলেন, যদি সরকার হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব দাবি আদায় করে নেওয়া হবে বলে জানান সারজিস।
সারজিস আরো বলেন, খুনি হাসিনা ভারতে বসে নির্লজ্জের মতো বক্তব্য দেন। সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মতো বিচার চান। তার বিচার হবে ফাঁসির মঞ্চে। যারা হাসিনাকে সমর্থন করছে তাদের শহীদ পরিবার ও তরুণ প্রজন্ম ভুলে যায়নি।
সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সারজিস। পরে সারজিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শহীদ পরিবারের সদস্যরা।