চীন থেকে বন্ধুদের সাথে বাংলাদেশে ঘুরতে আসেন "চেং নাং" নামের এক যুবক। ঘুরতে এসে অন্তরা খাতুনের সাথে পরিচয় হয় তার। অন্তরার সাথে পরিচয় হওয়ার পরে বাংলাদেশ থেকে আর ফেরেননি চেং নাং। পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্মগ্রহণ করে এক সন্তানের জননী অন্তরাকে বিয়েও করেন তিনি। বর্তমানে তারা সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরাদের নিজ বাড়িতে অবস্থান করছে। ভিসা প্রসেসিং শেষে স্বামী-স্ত্রী চলে যাবেন চীনের হুনান শহরে। বিষয়টি নিয়ে অন্তরাদের বাড়িতে দূর-দূরান্তের মানুষ এসে বিদেশী জামাইকে দেখতে ভীড় জমাচ্ছেন।
এ বিষয়ে অন্তরা খাতুন বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চীন থেকে কিছু বিদেশী বায়ারের সাথে চেং নাং কারখানায় ঘুরতে আসে। তখন অন্তরাকে দেখে ভালো লেগে যায় তার। তিন মাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন চেং নাং। তিনি আরো জানান, গত ৫ মাস আগে অন্তরার সাথে তার আগের স্বামীর ডিভোর্স হয় এবং ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে অন্তরার। তবে এসব বিষয় খুব সহজ ভাবেই মেনে নিয়েছে চেং নাং। ইসলাম ধর্ম গ্রহণ করে চলতি বছরের সেপ্টেম্বরের ২২ তারিখে বিয়ে করেছেন অন্তরাকে।
এ বিষয়ে চীনের হুনান শহরের যুবক চেং নাং বলেন, অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লেগে যায়। পরে তার সাথে আমি যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকি। একপর্যায়ে অন্তরার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে মেসেজ পাঠাই। সেই থেকে আমাদের সম্পর্কের শুরু। অন্তরার অতীতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার কোন অভিযোগ নেই। ভিসার কাজ শেষে অন্তরাকে নিয়ে চীনে চলে যাবো।
অন্তরার বাবা-মা জানান, প্রথমে একটু চিন্তা হয়েছিলো যে ভিনদেশী একজনের সাথে আমাদের মেয়ে কিভাবে সংসার করবে। তবে আস্তে-আস্তে তারা একে অপরকে বুঝতে শিখেছে। আমাদের মেয়ের খুশিতেই আমরা খুশি। অভিভাবক হিসেবে আমরা দোয়া করি তারা সুখী হোক।