1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

চৌহালীর অটোরিকশা চালককে ঢাকায় কুপিয়ে হত্যা

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

আসাদুল্লাহ, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

গতকাল আনুমানিক রাত ২ টার সময় গেন্ডারিয়ায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামে ।

একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেন কে হারানোর শোক মানতে পারছেন না তার পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা।

পাশের গ্রামের আরিফুল ইসলাম বলেন আনোয়ার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। আমরা ওনাকে কখনো কারো সাথে ঝগড়া বিবাদ করতে দেখিনি।
আর ওনি আমাদের সাথে কখনো উচ্চস্বরে কথা বলেননি।
ওনার সাথে তারপরও কেন এমন নির্মম ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমার এটার বিচার দাবি জানাচ্ছি।

যানা গেছে,নিহত আনোয়ার কয়েক বছর ধরেই ভাড়ায় চালিত রাজধানীতে অটোরিকশা চালিয়ে অর্থ যোগান দিয়ে কোনোরকম পরিবারের সদস্যদের ভরন পোষন করে আসছিলেন।
নিহত আনোয়ার এর তিন ছেলে ও এক মেয়ে ।

কিন্তু পরিবারের কিছুটা স্বস্তি আনতে কয়েকমাস আগে তিনি নিজেই একটা পুরনো অটোরিকশা ক্রয় করেছিলেন। আর সেই রিকশা চালাতে গিয়ে গতকাল রাত আনুমানিক ২ টার সময় সন্ত্রাসী হামলায় গতকাল সোমবার রাতে প্রান যায় আনোয়ার। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।

সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আজকে সকালে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের পর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

একমাত্র, উপার্জনক্ষম আনোয়ার হোসেন কে হারানো শোক সংবাদ পাওয়ার পর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।

তবে, সেখানে অবস্থানরত স্থানীয়দের ভাষ্যমতে জানা গেছে, যে আজকে সকালে পুলিশ লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে। তারপর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর খবর পেয়ে তার পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান ‌।
তারপর থেকেই চলে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট