ডিবি পরিচয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তির থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ও বলেও নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।
৩ অক্টোবর বৃহস্পতিবার অভিযান চালিয়ে ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার ইনছাব আলীর ছেলে মোঃ সুমন (৩২) ও একই এলাকার মৃত সোলায়মান শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে বাওয়ার কুমারজানি পূর্বপাড়া এলাকা থেকে আসামীরা তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের হাইয়েচ গাড়ি নিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদের এলোপাথারীভাবে কিল, ঘুষি, লাথি মেরে ও বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে মিজানুর রহমান এর কাছে থাকা নগদ ১,৭৬,০০০/- টাকা, ০৫টি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে মিজানুর রহমানকে টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা আন্ডার পাসের পাশে ফাঁকা জায়গায় ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনার দুইদিনের মধ্যে অভিযুক্ত আসামীদের ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস গাড়ী, লুন্ঠিত নগদ- ২৫,৭২০ টাকা উদ্ধার করা হয়। আটক আসামীদের দশ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।
এস এন/ হৃদয়