1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

তাড়াশে কৃষকের গোয়াল থেকে ৭টি গরু চুরি

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে আয়নাল হক নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কৃষক আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল থেকে চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় আয়নাল চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। তার চিৎকারে আশে পাশের লোকজন আসার আগেই ৫টি  বড় গরু সহ ২ টি ছোট বাছুর গরু নিয়ে পালিয়ে যায় । গরু গুলোর একেকটার আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারাও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট