সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মো. আব্বাস-উজ-জামান’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেল পিবিআই। গ্রেপ্তারকৃত আসামীরা হলো- মো রমজান আলী ওরফে আলম (৪৪) এবং মো আব্দুর রাজ্জাক (৪৮)। তারা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ২০ থেকে ২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল আব্বাসউজ্জামানের বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। পরে ডাকাত দল আব্বাসউজ্জামান ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ডাকাত দল বাড়ির সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে প্রায় ৪৩ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্বাসউজ্জামান তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তার করতে আদালত মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন।
পিবিআই সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক মো সোহেল রানা মামলাটির দায়িত্ব গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন। পরে মামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তদন্তে প্রাপ্ত পলাতক আসামী মো. রমজান আলী ওরফে আলমকে গ্রেপ্তার করে। এ বছরের ৫ এপ্রিল তাকে আদালতে নেয়া হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে আলম জানান, আসামি রাজ্জাক এই ডাকাতির প্রতিনিধিত্ব করেন। রাজ্জাকের সাথে অজ্ঞাতনামা আরও ৪ জন ছিল।
রমজান আলীর জবানবন্দির প্রেক্ষিতে মো. সোহেল রানা ঘটনার সাথে জড়িত আসামী মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এর আগে ৩তি ডাকাতি, ১টি হত্যা, ১টি অপহরণ এবং ১ অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।