প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:৫৪ এ.এম
তাড়াশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের খড়ের পালা
সিরাজগঞ্জের তাড়াশে গুড়পিপুল গ্রামের লিটন চন্দ্র সিং নামের এক কৃষকের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশিগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর এরই মধ্যে পুরো খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়।
লিটন চন্দ্র সিং বলেন, বাড়ির পাশে বিবাদমান স্থানে রাস্তার ধারে তাঁর একটি বড় খড়ের গাদা ছিল। মঙ্গলবার গভীর রাতে খড়ের গাদায় কে বা কারা আগুন দেন তা তিনি দেখেননি। তবে ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি বর্মন সিংয়ের ছেলে সুফল সিং, বিনয় সিংয়ের ছেলে বিশ্ব সিং, মৃত নারায়ণের ছেলে বারণ সিং ও মৃত আজাহার আলীর ছেলে মো. জহির উদ্দিনের সাথে ওই জায়গা নিয়ে গোলমাল চলে আসছিল। অামার ধারণা তাঁরাই আমার খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে আমার প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমার সাতটি গবাদিপশুকে এখন কি খাওয়াবো বুঝতে পারছি না।
© শিরোনাম নিউজ থেকে কোন নিউজ, ছবি বা ভিডিও নেওয়া সম্পূর্ণ বেআইনি। ইহা থেকে বিরত থাকুন।