1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

তাড়াশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ 

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জের তাড়াশের কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আফজাল হোসেনের বিরুদ্ধে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কর্তৃক নবম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করেন ২০৫ টাকা। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন ৭০জন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন ৪০০ টাকা করে। তারপর স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ হজরত আলী করোনার পর থেকে স্কুলে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক আফজাল হোসেনের সাথে যোগসাজসে প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করছেন।

এছাড়া এনটিআরসির শিক্ষক  নুরে হাবিবা কে নিয়োগের সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা এবং স্কুলের পুকুর লিজ দেয়ার ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শিক্ষার্থীর অভিভাবকরা জানান, উপজেলার বিভিন্ন স্কুলে রেজিষ্ট্রেশনের জন্য ২৩০টাকা থেকে ২৩৫ টাকা নেয়া হচ্ছে। এই স্কুলের প্রধান শিক্ষক জোর করে আদায় করছেন ৪০০ টাকা।

এ বিষয়ে প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, রেজিষ্ট্রেশন অনলাইন করতে বেশি টাকা ব্যয় হয়ে যায়, যার ফলে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। তারপর টাকাগুলো আদায় করে স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হয়েছে।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি’র বেশি টাকা নিলে বিষয়টি জেনে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট