সিরাজগঞ্জ তাড়াশে এক ধানের ব্যবসায়ী বাবুল আক্তার ফকিরের বাড়িতে রান্না ঘরের দরজা ভেঙে ঘরে আলমারীতে রাখা ৩ ভরি স্বর্ণালংকার, ও নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা চুরি করেছে চোরের দল। বাবুল আক্তার ফকির পৌরসভার ভাদাশ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে বাবুল আক্তার ফকির তার ঘর তালাবদ্ধ করে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে উপজেলার মালশিন গ্রামে শশুর বাড়িতে যান। আজ শুক্রবার দুপুরে শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে দেখতে পারেন যে রান্না ঘরের তালা ভাঙ্গা। বাড়ির পেছনে রান্না ঘরের দরজার দিয়ে চোরের দল প্রবেশ করেছে। তারপর তারা ঘরের দরজার তালা ভেঙ্গে একটি আলমারীতে থাকা নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলেছে।
স্থানীয় কাউন্সিল জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। বাবুল আক্তার ফকির বাড়িতে না থাকায় চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
এ প্রসঙ্গে, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।