সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে একটি মাদ্রাসায় কোরআন পোড়ালো দুর্বৃত্তরা।
গত রোববার রাতে তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে।
ঘটনার পরে গত মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, নিকটস্থ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদ্রাসার শিক্ষক মাওলানা বদিউজ্জামান জানান, প্রতিদিনের মতো রোববার রাতে ছাত্রদের পড়াশোনা শেষ করে মাদ্রাসা বন্ধ করা হয়। পরদিন সোমবার ভোরে মাদ্রাসা খুলে দেখা যায়, একটি কক্ষের টেবিলে রাখা পবিত্র কোরআনের কিছু কপি দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদ্রাসা মাঠে জমায়েত হন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার মুসলমানদের শান্ত থাকতে অনুরোধ জানিয়েছি। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন এবং স্থানীয় জনগণ পরিস্থিতি শান্ত রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।