সিরাজগঞ্জে তাড়াশে স্বামীর সাথে অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে অন্তরা খাতুন(৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন । তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজীপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলমগীর হোসেন দুই বিয়ে করায় প্রায়ই তাদের সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সেই জন্যই তিনি স্বামীর ওপর অভিমান করে গলায় অরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এই দম্পতির ঘরে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গৃহবধূর স্বামী আলমগীর হোসেনকে জিজ্ঞেসার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমানে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।