দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরের কাহারোল উপজেলার গরনারপুর এলাকায় বাস ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নানি-নাতনির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার হিরামাটি এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪৫), ও তার নাতনি ২ মাস বয়সী হুমায়রা।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।