দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় পুলিশের মাদকবিরোধী চেকপোস্টে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয়েছে পুলিশ সদস্যদের। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসায়। অভিযানে মাদক সেবনকালে নুর আলম (৩২) ও মো. সেলিম (২২) নামে দুইজনকে আটক করা হয়। কিন্তু তাদের ছাড়িয়ে নিতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানায় এবং বাকবিতণ্ডায় জড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অভিযানে মাদক ব্যবসায়ী বুলু ভূঁইয়া (৩২) কে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, "মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও আমরা কঠোর অবস্থানে রয়েছি। আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, "মাদক, জুয়া ও অপরাধ দমনে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। জনগণের সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, একইদিন পুলিশের আরেকটি অভিযানে নিতাই চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।