1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

নামাজরত অবস্থায় তরুণীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক যুবক গ্রেপ্তার

তানভীর আহাম্মেদ, দিনাজপুরঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ছবিঃ শিরোনাম

দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় জড়িত আসামী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বখাটে যুবক কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৮)কে ৪-ঘন্টার মধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়ের রানার ১৫ বছর বয়সী মেয়ে। এ সময় তার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে আরিফ হোসেন। সে প্রবেশ করেই নামাজরত অবস্থায় কিশোরীকে কোমড়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় কিশোরী চিৎকার চেচামেচি করলে আরিফ হোসেন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মৃত্যুবরণ করে ওই কিশোরী। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট