1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জাফর ইকবালের গল্প-প্রবন্ধ

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগের শাসনামলে পাঠ্যবই রচনা ও সম্পাদনায় একচেটিয়া প্রভাব ছিল দলটির অনুসারী বলে পরিচিত অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের। বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তার একাধিক গল্প-প্রবন্ধ ছিল। এছাড়া অনেক বইয়ের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি সূত্র জানায়, জাফর ইকবালের লেখা গল্প-প্রবন্ধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন। পাশাপাশি সম্পাদনায় যুক্ত হিসেবে বইয়ে থাকা তার নামও বাদ দেওয়া হবে।

পাঠ্যপুস্তক বোর্ডের সম্পাদনা শাখা সূত্র জানায়, একাদশ শ্রেণির বাংলা বইয়ে অধ্যাপক জাফর ইকবালের ‘মহাজাগতিক কিউরেটর’ শিরোনামে একটি প্রবন্ধ ছিল। সেটি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির বিজ্ঞান বিষয়ের সব বই থেকেও জাফর ইকবাল লেখাগুলো পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পাঠ্যপুস্তকের অতিরঞ্জিত ইতিহাস সংশোধন ও পরিমার্জনে বিষয়ভিত্তিক কমিটি করা হয়। সেই কমিটির সদস্যরা পরিমার্জনের কাজ শেষ করেছে। এখন সেগুলো পাণ্ডুলিপি আকারে ছাপাখানায় পাঠানোর চূড়ান্ত ধাপে রয়েছে। আগামী সপ্তাহে ২০২৫ সালের পাঠ্যবই ছাপার কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট