সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়মা গ্রাম থেকে থেকে আফরোজা খাতুন (৩৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী হারিয়ে গেছেন।
গত ২১ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হন তিনি। আফরোজা খাতুন মানসিক রোগী। তাড়াশ উপজেলার গুড়মা গ্রামের পশ্চিমপাড়ার মৃত সোনাউল্লাহ’র মেয়ে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে প্লাজু ও লাল জামা ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট । তার মা জানিয়েছেন, আফরোজা খাতুন কানে শুনতে পান না।
কেউ সন্ধান পেলে ০১৭৮২৩৯৭১২৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।