1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

বড় ভাইয়ের জমি কলেজে দিয়ে চাকরি নিলেন ছোট ভাই

মুকুল হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
ফাইল ছবি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উদগাড়ী এলাকায় বড় ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করে দপ্তর কাম প্রহরী পদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে হাফিজুর নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায় উদগাড়ী গ্রামের মৃত দানেজ সেখ ওয়ারিশ সূত্রে প্রথম পক্ষের শশুরবাড়ী থেকে ১৯ শতক জমি পান।
সেই ১৯ শতক জমি থেকে দানেজ উদ্দিন শেখের ২য় পক্ষের ছেলে হাফিজুর ১২ শতক জমি জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করে ২০১৯ সালে দপ্তর কাম প্রহরী পদে চাকুরি নেন।
অথচ সেই ১৯ শতক জমি দানেজ সেখের প্রথম পক্ষের ছেলে আব্দুল জলিল এসাহক শেখ ও আবু তাহের শেখ নানার বাড়ীর ওয়ারিশ সূত্রে জমির মালিক। সরেজমিনে গিয়ে জানা যায় দানেজ শেখের ১৯ শতক জমি থেকে প্রথম পক্ষের ছেলে আবু তাহের ৫ শতক জমি দখলে নিয়ে নেন। বাকী ১৪ শতক জমি থেকে ১২ শতক জমি হাফিজুর জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করেন এবং অবশিষ্ঠ ২ শতক জমি এজমালি হিসেবে আছে বলে জানা যায়।
বিভিন্ন সময় গ্রাম্য শালিশের আশ্রয় নিলেও এখনও বিষয়টি অমীমাংসিতই থেকে যায় বলে জানান তারা। এখন নিজেদের জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সহদর দুই ভাই আব্দুল জলিল ও এসাহক। তাদের দাবি সুষ্ঠু বন্টনের মাধ্যমে প্রাপ্য জমি যেন তারা ফেরত পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট