বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী গোপালগঞ্জের নিজ গ্রামে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও একজনকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।
শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। শহরে ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার ষ্টেশনের মুক্তমঞ্চে সমাবেশ করে।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বক্তব্যকালে বলেন, স্বৈচারিনী হাসিনা দেশ ছেড়ে পালালেও তার পেত্মাতারা দেশে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। একই সাথে যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতারপুর্বক শাস্তির আওতায় আনতে হবে। সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, স্বেচ্ছাবেক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।