সিরাজগঞ্জের কাজিপুরের সাবেক এমপি তানভির শাকিল জয়ের কু কৃত্তি ফাস করলেন তারই কথিত স্ত্রী আলিশা ইসলাম পায়েল,২ মিনিট ২৫ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাস হয়েছে নেট দুনিয়ায়,যা রিতিমত সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে ফলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়।
জানা যায় সামাজিক স্বীকৃতি না পাওয়া আলিশা ইসলাম পায়েল কাজিপুরের দুর্গম চরাঞ্চলের মেয়ে,তিনি এখন ঢাকার একটি অভিজাত এলাকায় বসবাস করছেন,
২ মিনিট ২৫ সেকেন্ড কল রেকর্ডে বলতে শোনা যায়, খলিল আর খলিলের বউ জয় কে এভাবে ব্যবহার করতাছে, আমি এসব না করলে জয় আমাকে বলেন তুমি চুপ থাকো, আমি ১০ টা মেয়ে নিয়ে ফুর্তি করবো তাই তোমার কি, তোমার যায়গা ঠিক আছে নেকি সেটা দেখো, আরো বলতে শোনা যায়, আমি সারাক্ষণ টেনশনে থাকি কাজিপুরে জয় গেলে খলিল আর খলিলের বউ কি খেতে দেয়। ঐ দিকে আবার জয়ের বউ (বড় বউ) এবং শাশুড়ি কি তাবিজ কবজ করে,
কল রেকর্ডে শিখা নামের একটি মেয়ের সাথে জয়ের সম্পর্কের কথাও বলতে শোনা যায়, তানভীর শাকিল জয় সম্পর্কে আরো বলেন জয় একটা ভিতু টাইপের ছেলে, সে বিড়াল দেখলেই ভয় পায়, ছুুরি দেখলেই ভয় পায়, পিস্তল দেখলেই ভয় পায়, আমি আমার জয় কে চিনি,
এখন জয় ২টা বিষয়ে ভয় পাচ্ছে তাহলো, খলিলের কাছে জয়ের মেয়েলি বিষয়ে কতিথ কিছু ডকুমেন্ট আছে, যার জন্য জয় ভয় পাচ্ছে,
অর্থ কেলেঙ্কারির বিষয়ে বলেন খলিল জয় কে যে টাকা পয়সা দিছে সেটা নিয়েও ভয়ে আছে জয়, এবং খলিল যদি দুদকে যায় তাহলে তো জয়ের নাম বলে দেবে,
এ বিষয়ে আলিশা ইসলাম পায়েলের সাথে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।