1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুলছাত্রী পূজা কর (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পূজা কর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জঙ্গলমকুন্দপুর গ্রামের ননী করের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া ৫০শষ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষ্যে পূজা কর ও তার খালাতো বোন ত্রিনয়নী বিশ্বাস মামাবাড়ি নড়াগাতি থানার মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর গত মঙ্গলবার দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজা করকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বুধবার দুপুরে জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নী বিশ্বাস কে চিকিৎসা দেয়া হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট