সিরাজগঞ্জ পৌরসভার রাণীগ্রাম বাজার এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবু এতথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গতকাল মধ্যরাতে একদল সন্ত্রাসী পেছনের থাই গ্লাস ভেঙে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। তারা পেট্রোল ঢেলে কার্যালটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”