
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ইহুদিবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন ও লেবানন মুসলিম উম্মতের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর ) বাদ জুমা কাজিপুর মেঘাই মডেল মসজিদ সংলগ্ন কাজিপুর-সিরাজগঞ্জ মেইন রোডে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইসলাম প্রিয় তৌহিদি জনতা। এসময় বক্তব্য দেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর সহসভাপতি মাওলানা মোঃ ইউসুফ উদ্দিন, সেক্টেটারি মোঃ আমিনুল ইসলাম, জামাত ইসলামি বাংলাদেশ কাজিপুর এর টিম সদস্য মোঃ আব্দুর রশিদ মুকুল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা।আমরা রাসুলুল্লাহ সা.-এর জন্য আমাদের জীবন উৎসর্গ করবো কিন্তু অপমান সহ্য করবো না। অন্তর্বর্তী সরকার আপনি ক্ষমতায় আছেন, আপনি দ্রুত রাষ্ট্রীয় নিন্দা প্রস্তাব করেন, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করার আহবান জানান । আমরা হাল ছাড়বো না।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মেঘাই বাজার থেকে কাজিপুর উপজেলা সামনে দিয়ে প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে মেঘাই শেষ হয়। উক্ত মিশিলে যোগ দেন ইসলাম প্রিয় তৌহিদি জনতার শতাধিক মুসলিম, সাধারণ মানুষ ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।