দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনসহ ১০ দফা দাবি জানিয়েছে সর্বজনীন তরিকত সূফী ফাউন্ডেশন বাংলাদেশ ও তরিকতপন্থি ছাত্র সংগঠন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তরিকতপন্থি ছাত্র সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন মাজার ও দরবারে হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি মাজার ও দরবারের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হোক।
মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা, উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, উগ্রবাদীদের হামলায় হত্যার সঠিক বিচার করাসহ সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেন।