সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপড়া গ্রামে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুস সালাম বেলকুচি থানার কামারপাড়া গ্রামের মোবারক আলী মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলকুচি উপজেলার স্থানীয় শেরনগর পশ্চিমপাড়া ইসুন্নেছা বালিকা মাদরাসার নাজেরা বিভাগের ছাত্রী বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে ওই বৃদ্ধ তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে আটক করে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।