1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে ওএসডি

সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
ছবিঃ শিরোনাম

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে (ঊর্মি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কী কারণে তাকে ওএসডি করা হয়েছে,সে বিষয়ে উল্লেখ করা হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। জানা গেছে,তাপসী তাবাসসুমের বিভিন্ন ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে। মূলত এ কারণেই তাকে ওএসডি করা হয়েছে। এ প্রসঙ্গে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন,এই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। বাকি সিদ্ধান্ত সরকার নেবে। সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন,সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন,রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে।

রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার,মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন,আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি,বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না। এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে,ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ অ্যাখ্যা দিয়েও ফেসবুকে পোস্ট দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট