1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

লোডশেডিংয়ে অতিষ্ঠ তাড়াশের মানুষজন

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ’র ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে তীব্র গরম অন্যদিকে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এ অতিষ্ঠ  সাধারণ  মানুষ। লোডশেডিংয়ের কারণে টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে অধিকাংশ দিনের বেলায় বিদ্যুৎ থাকে না বললেই চলে।
বিভিন্ন গ্রাম থেকে জানা গেছে,  গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে ৭ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। যে কারণে আমরা ফ্রিজ, টিভি, এসিসহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে শঙ্কায় আছি। ভোল্টেজ কমবেশীর কারণে বাসাবাড়িতে ব্যবহার যোগ্য ইলেকট্রনিক জিনিসগুলো প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকমত বিদ্যুৎ না পেলেও  ‘মাস শেষে ঠিকই বিল নিচ্ছে। আগের মাসের চেয়ে এই মাসে বিলও অনেক বেশি এসেছে।
অপরদিকে ভদ্র মাসের প্রচন্ড গরমে বিপদে পড়েছে মুরগির খামারিরা। কেননা মুরগীর বাচ্চা ও ব্রয়লার মুরগীর খামারে ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে ঘর ঠান্ডা রাখতে হয়। কয়েকদিনের ভাদ্রের তালপাকা গরমে ও বিদ্যুৎর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক খামারির মুরগীসহ বাচ্চা মারা যাওয়ায় খামারিদের লোকশান গুনতে হচ্ছে।
তাড়াশ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস বলেন, আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাই চাহিদার তুলনায় অনেক কম। তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট