1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনামে চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস- পদ হারালেন কাজিপুরের বিএনপি নেতা

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড দলের নীতি, আদর্শ ও পরিপন্থি অনৈতিক কার্যকলাপ এবং চাদাবাজির সুনির্দিষ্ট। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেপ্রচার হওয়ায় ও কাজিপুর উপজেলা বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করায় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার কে শোকজ করা হয়েছে।

বিএনপি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবং ৫ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড, দলের নীতি-আদর্শ পরিপন্থি অনৈতিক কার্যকলাপ এবং চাদাবাজির সুনির্দিষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় ও কাজিপুর উপজেলা বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করায় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার কে শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এলাকায় খোজ নিয়ে জানা যায় গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সোনামুখী বাজারে ব্যবসায়ী রানা আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান দোকানে তালা এবং লোহার পাতি দিয়ে তালা ঝালাই করে দেয় দোলা সরকার এবং ব্যবসায়ী রানা আহমেদের কাছে মুঠো ফোনে মোটা অংকের টাকা চাদা দাবি করে, চাদাদাবির কল রেকর্ড মহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম শিরোনাম পেইজে ভাইরাল হয়।

বিষয়টি বিএনপির নেত্রবৃন্দের নজরে এলে তারা তাৎক্ষণিক শোকজ করেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার কে।

এব্যাপারে ব্যবসায়ী রানা আহমেদ মুঠোফোনে জানান, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সোনামুখী বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানে তালা দেয় এবং লোহার পাতি দিয়ে তালা ঝালাই করে দেয় দোলা সরকার এবং আমার কাছে মুঠো ফোনে মোটা অংকের টাকা চাদা দাবি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট