সড়ক দুর্ঘটনায় স্ত্রীর পর এবার মারা গেলেন সিয়াম মাহমুদ খান নামের এক যুবক। বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান তিনি।
সিয়াম বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রামের মোফাজ্জল খানের ছেলে।
পহেলা ফেব্রুয়ারি বিকেলে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে ইজি বাইক এবং ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলেই মারা যান সিয়ামের স্ত্রী সুমী বেগম ও শ্যালক মজনু মোল্যা। গুরুতর আহত হন সিয়াম, তার দুই মাসের সন্তান মিলি ও শ্যালকের স্ত্রী ঝুমুর বেগম।
দুই মাস আগে মিলির জন্ম হয় মোরেলগঞ্জের বলোইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের নানা কালাম মোল্যার বাড়িতে। জন্মের পর প্রথম মজনু ইজি বাইকে করে স্ত্রী, আত্মীয়-স্বজন ও একমাত্র সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
খুলনা মেডিক্যাল কলেজ থেকে সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই বাহাদুর খান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে বাড়িতে রওনা হবেন। ভাতিজি মিলি খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন। মা-বাবা হারা দুই মাসের এই শিশুটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরোসার্জন ডা. মো. রিয়াজ হাওলাদার বলেন, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে সিয়ামের মৃত্যু হয়েছে। তার শিশুসন্তানের মস্তিষ্কেও সামান্য রক্তক্ষরণ হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে।