1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সলঙ্গায় চাঁদা না দেওয়ায় ৩ বাড়ীতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় চাঁদা না দেওয়ায় দোকানপাট,বাড়িঘর ভাঙচুর, মালামাল,গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা পয়সা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের দেলবার হোসেনের বাড়িসহ ৩টি বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। পরে গত রবিবার (২৭ অক্টোবর) থানায় অভিযোগ দিলে থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগে আইয়ুব আলী আকাশসহ ১৮ জন নামিয় ও ১০/১৫ জন অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন দেলবার হোসেন।

সরেজমিনে মঙ্গলবার দুপুরে গিয়ে ও অভিযোগ পত্র থেকে জানাযায়, থানার চৈত্রহাটি গ্রামের দেলবার হোসেনের চৈত্রহাটি মৌজাস্থ তার লিজকৃত সম্পত্তি (পুকুর) আছে। যাহার খতিয়ান নং- এস,এ ১৪৭, আর,এস- ২৮০, দাগ নং- সাবেক ১২৯, ১৬০, ১৬৮, ১৭৫, হাল দাগ নং- ১৭১, ১১৪, ১৪৬, ১৪১, জমির পরিমান মোট ১০১৬ শতক যাহা উক্ত সম্পত্তি ৩৫ বছরের অধিক সময় ভোগ দখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে বর্তমানে একই গ্রামের মৃত ফজলার হোসেনের ছেলে আইয়ুব আলীগং এর
সাথে বিরোধ চলে আসছে। উপরোক্ত বিবাদীরা প্রায় সময় আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এছাড়াও বিবাদীরা আমাদের নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলে চাঁদা হিসাবে টাকা না দিলে উক্ত জমি ভোগ দখল করতে দেবো না। এসে বিভিন্নভাবে চাঁদা দাবি করছিল।
ভুক্তভোগি দেলবার হোসেন ও তার পরিবারের লোকজন জানান, গত শনিবার (১৯অক্টোবর) বিকালে আমার নাতি শেখ সাদি খান পুকুরে মাছের খাবার দিতে গেলে আইয়ুব আলী আকাশগং বে-আইনী ভাবে লোহার রড, লোহার পাইপ, ইত্যাদি নিয়ে উক্ত পুকুর পারে গিয়ে আমার নাতিকে বলে যে, ২০ বিশ লক্ষ টাকা চাঁদা না দিয়ে পুকুর নামলি কেন।

পরে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমার নাতিকে মারপিট করে। এবং পুকুরের পানির মধ্যে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করে পরে তার আত্মচিৎকারে লোক জন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে দাবীকৃত চাঁদা না দেওয়ায় আইয়ুব আলী আকাশগং দলবল নিয়ে গত শনিবার দেলবার হোসেনের বাড়িতে এসে বিভিন্নভাবে চাঁদা দাবি করছিল। চাঁদার টাকা না দেওয়ার কারণে এলোপাতাড়ি মারপিট করে। দেলবার হোসেনের বাড়িসহ পাশে দুইটি বাড়ি মোট ৩টি বাড়ি, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করে মালামাল ও নগদ টাকা পয়সা ও বসত বাড়িতে আসবাব পত্র ভাংচুর করে ও লুটপাট করে নিয়ে যায়।

এই ঘটনায় দেলবার হোসেন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগি দেলবার হোসেনের মেয়ে রেখা খাতুন বলেন, সরকার পতনের পর থেকে গ্রামের কিছু লোকজন আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে। পরে এতেও ক্ষ্যন্ত না হয়ে বাড়িতে হামলা করে।

এসময় আমাদের বাড়ি ও দোকানে ভাঙচুর করে এবং আলমারী ভেঙে নগদ টাকা, মসজিদের ক্যাশের টাকা, সোনার গহনা, ভাইয়ের ১ টি মোটরসাইকেল, সাইকেল,বাড়ির ফ্রিজ, টিভি ভাংচুর করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন আতঙ্কিত হয়ে পড়েছি। এ ঘটনায় আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। বাড়িতে ছেলে মানুষ আসতে পারছে না। বাড়িতে আসলেই হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এমনকি আমার বাড়িতে যারা আছি মাঝে মাঝে এসে তারা হামলা করছে।
আইয়ুব আলী আকাশ গংরা এখন আমাদের নানাভাবে প্রাণনাশের হুমকি প্রদান করছে।

এবিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী গংয়ের সোহেল রানা জানায়,আমরা এই ঘটনার সাথে জরিত না। এরা আমাদের পরিকল্পিত ভাবে ফাঁসানো চেষ্টা করছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল করিম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষ নিয়ে মিমাংসা করে নেয়ার কথাছিল।
স্থানীয় ভাবে আপোস না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট