সিরাজগঞ্জের সলঙ্গায় বই মেলায় অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসুল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে সলঙ্গা ডিগ্রী কলেজ মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল টি বের করে সলঙ্গা থানা সদর প্রদিক্ষন করে ডাকবাংলোতে গিয়ে শেষ করে ।
জানাযায়, সলঙ্গা থানার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভাষার মাস মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে বই মেলায় শুরু হয় গত সোমবার বিকেলে। সলঙ্গা ইসামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্ভোধনের পর সাংস্কৃতিক সন্ধায় এমন খোলামেলা ও অশ্লীল নিত্য পরিবেশন করায় রিতিমত হতবিহ্বল শিক্ষিত সমাজ ও এলাকার সচেতন মহল।
সে অশ্লীল নৃত্য সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। এ নিয়ে এলাকায় ছি: ছি রব উঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, বই মেলায় এরকম নিত্য দেওয়া ঠিক হয়নি। আয়োজক কমিটির শিশু- কিশোরদের কথা ভাবতে হতো। আমরাই যদি এরকম অসামাজিক সংস্কৃতিতে জরিত হয়। আগামীর শিশুরা আমাদের কাছ থেকে কি শিখবে। আর এই বই মেলায় মোট ২৬-১০ স্টল রয়েছে তার মধ্য ৬-৭ টি বইয়ে স্টল রয়েছে বাদ বাকী সব খাবারের খেলনার স্টল। এ যেন বানিজ্য মেলায় পরিনত হয়েছে। আর এই মেলায় অনুমদন বিহীন লটারী ছেলে মেয়েকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যদি মেলা পরিচালনা করে তারা সঠিক ভাবে পরিচালনা করুক।
নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেলা কমিটি সলঙ্গা ডিগ্রী কলেজ মসজিদ থেকে মেলায় বৈদ্যুতিক সংযোগ নিয়ে মেলা পরিচালনা করে আসছিল মেলা কমিটি। মেলা কমিটির এমন বেহায়াপনা অশ্লীল নাচ-গান পরিবেশন করার ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় মুসুল্লিরা। তার পরিপেক্ষিতেই আজ এই বিক্ষোভ মিছিল করেছে বলে জানা যায়।
এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও সলঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক হারুনার রশিদ হিরনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।