সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় শনিবার বিকেল ৫ টার ঘটিকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় সোহেল আকন্দ (৩০) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত সোহেল আকন্দ (৩০) সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার দক্ষিণ পাড়া এলাকার মৃত সরাউদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, গোলচত্তরে রাস্তা পাড়াপারের সময় মাইক্রোবাস চাপায় সোহেল আকন্দ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন।