1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় দৈনিক করোতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কোরবান আলীর উপর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সলঙ্গার লুঙ্গি হাটায় গেলে সাংবাদিক কোরবান আলীর উপর হামালা করে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহী ও তার সহযোগীরা। এ সময় উপস্থিত লোকজন ‘সাংবাদিক কোরবান কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।

আহত সাংবাদিক কোরবান আলী বলেন, আমি বাড়ি থেকে আমার মোটর সাইকেল নিয়ে সলঙ্গা বাজেরর লুঙ্গি হাটায় গেলে, যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে আমার কোন পুর্ব শত্রুতার ছিল না। এবিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেনন বলেও জানান তিনি।

অভিযুক্ত সেলিম এলাহী সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আশরাফের ছেলে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক। সে এলাকায় পুকুর খনন, মাটি ব্যাবসার সাথে জরিত বলে জানিয়েছে এলাকাবাসি।

এবিষয়ে অভিযুক্ত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহী  মুঠোফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করেননি।
সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম পাপন জানান, বিষয়টা শুনেছি দুঃখজনক। তাৎক্ষণিক আমার সদস্য সচিব শাহিন রেজাকে সাংবাদিক কোরবান আলী ও সেলিম এলাহীকে নিয়ে বসে সমাধান করতে বলেছি। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।সাংবাদিক সংগঠন গুলোর পক্ষ থেকে সাংবাদিক কোরবান আলীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট