সিরাজগঞ্জ সদরে যাত্রীবাহী একটি বাস সামনে থাকা সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জ শহর-কাজীপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ৫০-৫৫ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজ নামক একটি বাস কাজীপুরের দিকে যাচ্ছিল। কিন্তু ছোনগাছা বাজার এলাকায় বাসটি পৌঁছালে সামনে থেকে আসা একটি বেপরোয়া সিএনজিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দানিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যায়নি বলে তিনি জানান।