প্রেমের টানে ১৪ বছর বয়সী ভাতিজিকে নিয়ে পালিয়েছেন চাচা। এমন অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ গ্রামের মো. আল-আমিনের বিরুদ্ধে। অভিযুক্ত আল-আমিন ওই এলাকার আব্দুল মজিদ ড্রাইভারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১২ অক্টোবর) আপন ছোট ভাইয়ের ৮ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও হন তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। এই তথ্য জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।