সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টার হলরুমের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও কেককাটার মধ্যে দিয়ে রুপালী বাংলাদেশ পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রুপালী বাংলাদেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুদেব অধিকারীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।