সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রদল সভাপতি জুনায়েত হোসেন সবুজকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে তাকে শোকজ করা হয়।
ওই পত্রে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। স্থায়ীভাবে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ জানান, বিভিন্ন মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে লেখা এমন একটি পত্র হাতে পেয়েছি। বিষয়টির সত্য-মিথ্যা যাচাই করার চেষ্টা করছি।