হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে মঙ্গল ও বুধবার এই দুইদিনে মোট ৭১ জন আহত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ড. মো. আমিনুল হক সরকার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে মোট ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে গতকাল ভর্তি হয়েছেন ৩৫ জন, আর আজ ভর্তি হয়েছেন ৩৬ জন।
আহতদের বেশিরভাগই পৌর এলাকার বলেও জানান এই চিকিৎসক।
হবিগঞ্জের স্থানীয় সাংবাদিক প্রদীপ দাশ সাগর জানান, আজকে দুপুরের দিকে আহতদের বেশিরভাগ হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার এলাকার আর গতকাল আহতের বেশিরভাগ ছিলেন কোর্ট মসজিদ, নিমতলা আর গার্নিং পার্ক এলাকার।