1. info.shironamnews@gmail.com : NEWS TV : NEWS TV
  2. info@www.shironamnews.live : Shironam News :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

হাসপাতালে আগুনে পুড়ে ১০ শিশুর মৃত্যু

শিরোনাম ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। তখন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনআইসিইউ-এর জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা ৩৭ জন শিশুকে উদ্ধার করে।

ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানান, এনআইসিইউ’তে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৪ জন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, ‘ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশির ভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ১০ জন শিশু মারা গিয়েছে।’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি।

আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’ এ ছাড়া ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© www.shironamnews.live
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট