প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ২:১৬ পি.এম
হিন্দি গানে সোনালের সঙ্গে শাকিব খানের রোম্যান্স, কী বলছেন দর্শক
১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘দরদ’। এতে শাকিবের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সোনাল চৌহানকে। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দরদ টিম। এর মাঝেই শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ইউটিউবে “দরদ” সিনেমার প্রথম গান “জিসম সে তেরে” গানের প্রথম ঝলক প্রকাশ পায়। শাকিব খান তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেন।
এর আগে গানের একটি পোস্টার শেয়ার করেন বলিউড অবিনেত্রী সোনাল চৌহান। গানের ৪৫ সেকেন্ডের টিজারে দেখা যায় শাকিব খান ও সোনালের রোম্যান্স। ‘জিসম সে তেরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফান। গানটির কথা এবং সুর করেছেন আরাফাত মেহমুদ।
এছাড়াও গানের একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লেখেন, বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন করা হল। খুব তাড়াতাড়ি পুরো গান শুনতে পাবেন। সিনেমাটির পরিচালক অনন্য মামুনও গানটির টিজার শেয়ার করেন।
এদিকে শাকিবের শেয়ার করা গানের ভিডিও দেখে কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন, 'আহা কি মিষ্টি দরদমাখা গানের সুর, সাথে দুলুর রোমান্স এবং অসাধারণ লোকেশন। পুরোই চোখের শান্তি। আর মনের শান্তির জন্য পুরো গান ১৬ তারিখে চাই।'
আরেকজন লিখেছেন, 'অবশেষে সব শাকিবিয়ানদের স্বপ্ন পূরন হলো।'
আরও এক অনুরাগী লিখেছেন, আসলেই মারাত্মক সুন্দর হয়েছে। দেখা যায় এই হিন্দি ভার্সনটা বাহ!'
‘দরদ’ সিনেমা দিয়েই শাকিব খান প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছে। শাকিব খানের ফেসবুক পেজে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’
শাকিব-সোনাল ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
© শিরোনাম নিউজ থেকে কোন নিউজ, ছবি বা ভিডিও নেওয়া সম্পূর্ণ বেআইনি। ইহা থেকে বিরত থাকুন।