সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের দামড়ায় ঝুপড়ি ঘরে বসবাস বৃদ্ধা কহিনুর বেগমের। বয়সের ভারে চলাচলে ভীষণ কষ্ট পেতেন তিনি।
বিষয়টি জানতে পেরে সোমবারে তার বাড়িতে হুইল চেয়ার নিয়ে যান আব্দুর রাজ্জাক ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক খান। এ সময় তার পাশে কিছুক্ষণ সময় কাটান তিনি।
আ: রাজ্জাক খান বলেন, ‘আমি অসহায় বয়স্কদের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তার অংশ হিসেবে বৃদ্ধার অসহায়ত্বের কথা বিবেচনা করে হুইল চেয়ার নিয়ে তার বাড়িতে দেখতে যাই। এ ছাড়াও আগামীতে যত সহযোগীতা পারি দিয়ে যাবো।